ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় নাকাল মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ১৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

দেশের সর্বনিন্ম তাপমাত্রা আজ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। বইছে মৃদু শৈত প্রবাহ। কনকনে ঠাণ্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্রীমঙ্গলের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিন্ম বলে জানান আবহাওয়া কর্মকর্তারা।

গতকাল দিনভর সূর্যের দেখা মিলেনি। আজ দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও সকাল থেকে ঘন কুয়াশায় আবৃত্ত ছিল পুরো জেলা। এর সঙ্গে কনকনে ঠাণ্ডা জনজীবনে নেমে এসেছে অনেকটা স্থবিরতা। 

বিশেষ করে রাত ১০টার পর থেকেই কুয়াশা বাড়তে শুরু করে। এতে যানবাহনগুলো চলাচলে পড়ে বিপাকে।

এদিকে মানুষের পাশাপাশি গৃহপালিত পশু নিয়েও কৃষকরা পড়েছেন বিপাকে। তারা গবাদি পশুর গায়ে নিজেদের ব্যবহৃত কাপড় দিয়ে তাদেরও শীত নিবারনের চেষ্টা করছেন। 

শ্রীমঙ্গল সহকারী আবহাওয়া পর্যবেক্ষক বিবলু চন্দ্র দাশ জানান, এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি