ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

শীতার্তদের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিচ্ছেন লক্ষ্মীপুরের মেয়র

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ২০:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৪

প্রতি রাতে অসহায় শীতার্তদের মাঝে বস্ত্র পৌঁছে দিচ্ছেন লক্ষ্মীপুরের পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভু্ইঁয়া।

গত কয়েকদিন ধরেই পৌরসভার সকল ওয়ার্ডে কম্বল বিতরণ করছেন তিনি। এছাড়াও পৌর শহরের ভাসমান হকার ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে মেয়রকে।

কম্বল পাওয়া একজন জানান, মেয়র আমাদের বাড়িতে এসে হাতে কম্বল দিয়ে গেছেন, আমাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন, এতে আমরা অনেক খুশি, অতিতে কোন মেয়র আমাদের বাড়ি এসে  খবর নেননি। বর্তমান মেয়র আমাদের সূখ দু:খের খবর নিচ্ছে ,তাতে আমার আনন্দিত। দোয়া করি আল্লাহ যেন মেয়র সাহেবকে অনেক দিন বাঁচিয়ে রাখেন। 

কম্বল পাওয়া আরও একজন জানান, এক সময় সেবার জন্য কষ্ট করে মেয়রের কাছে যেত হত , এখন সেবা দিতে মেয়র আমাদের কাছে আসেন, এযেন মানবতার এক ফেরিওয়ালা। 

বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, " পৌরবাসীর যতটুকু সম্ভব সেবা করা আমার দায়িত্ব-কর্তব্য। পৌরবাসী সুখে শান্তিতে থাকলে আমি সুখে থাকবো বলে আমি মনে করি। পৌরবাসীর সেবা করার জন্য সবসময় পাশে আছি আগামীতেও থাকবো।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি