ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৮ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮, ২৬ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের রূপগ​ঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত আটজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ​

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- আকবর, তাজেল, জয়নাল, শামীম, মুক্তার হোসেন, নুর হোসেন, আরিফ ও রোমান।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কায়েতপাড়ায় রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সাথে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের দ্বন্দ্ব পুরোনো। গত রোববার রাতে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলামের অনুসারী নাওড়ার বাসিন্দা নাজমুল নামে এক যুবককে পিটিয়ে আহত করে মোশারফের অনুসারীরা। 

এই ঘটনার জেরে সোমবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

নাওড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন। তিনি জানান, এই ঘটনায় আহত আটজন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।  

তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি