ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাঞ্চন পৌরসভা নির্বাচন: শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৩১ মে ২০২৪

Ekushey Television Ltd.

আগামী ২৬ জুন ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ  নির্বাচনকে ঘিরে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে রূপগঞ্জ উপজেলা পরিষদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তার মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন কার্যলয়ে জড়ো হোন।

মনোনয়ন জমা দেয়া শেষে তিনি জানান, কাঞ্চন পৌরসভা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ কেউ যেন নষ্ট করতে না পারে সেবিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। গত পাঁচ বছরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাঞ্চনের প্রতিটি এলাকায় উন্নয়ন কাজ করেছেন। আবারো নির্বাচিত হলে সেই উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন বলেও জানান।

গত ২১ মে কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ২ জুন মনোনয়ন বাছাই,  ৯ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১০ জুন প্রতীক বরাদ্দ হবে।

তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন ইভিএম পদ্ধতিতে কাঞ্চন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি