ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুরে অসহায় রোগিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ১৫ জুন ২০২৪

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোকসহ বিভিন্ন দরিদ্র, অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৫ জুন) বেলা সাড়ে এগারটার দিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এই চেক বিতরণ করেন।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৩৪ জনের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৪ জনের মাঝে ৭ লাখ টাকা, মুজিবনগর উপজেলা ১০ জনের মধ্যে ৫ লাখ টাকা এবং গাংনী উপজেলায় ১০ জনের মধ্যে ৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

এসময় জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, শহর সমাজসেবা পরিষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন, জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি