ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পা রাখলো ২৬ বছরে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লব মিলনায়তে এক আলোচনা অনুষ্ঠিত হয়। 

পরে সাংবাদিকদের নিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্মপাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ। 

এসময় বক্তরা বলেন, জনগণের কথা বলেই যাবে একুশে টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠায় কোনো আপষ করবে না একুশে টিভি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি