ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

জাবি শিক্ষিকার ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যে জামায়াত নেতার মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:১৪, ৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)র পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়৷ 

মামলার বিষয়টি সিরাজগঞ্জ জজ আদালতের অ্যাডভোকেট আবু তালেব নিশ্চিত করেছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রাতে গাজী টিভিতে এক টকশো অনুষ্ঠানে কাজী জেসিনের সঞ্চালনায় ড. নাহরিন ইসলাম খান সিরাজগঞ্জ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতি জামায়তের হক আছে এমন একটি বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত সহকারী অধ্যাপক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মির্জা গালিফকে কথাটি বলেন তিনি। এ সময় তিনি জামায়াত নেতার এমন বক্তব্যের ব্যাখ্যাও চান।

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে এই কারণেই একটি পক্ষ এ ধরনের কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক বক্তব্য ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। যেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই বক্তব্যেটি সম্পূর্ণ মনগড়া। 

এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। যে কারণেই ন্যায় বিচার পাবার স্বার্থে আমি আদালতে মামলাটি দায়ের করেছি। 

এ ব্যাপারে বাদীর আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, মানহানি মামলাটি আদালত আমলে নিয়ে পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি