ময়মনসিংহে বাসে আগুন, পুড়ে মারা গেলেন চালক
প্রকাশিত : ১০:৫৭, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:০১, ১১ নভেম্বর ২০২৫
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় বাসের মধ্যে থাকা চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই সময় বাসটির মধ্যে ঘুমিয়ে ছিলেন চালক জুলহাস মিয়া (৩৫)।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাতের ওই সময় দুর্বৃত্তরা উপজেলা সদরের ভালুকজান এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের বাসটিতে আগুন লাগিয়ে দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
ওসি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এএইচ
আরও পড়ুন










