ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য টাঙ্গাইলে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১২, ১০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগট টাকা, ব্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র, প্রার্থীদের মূল সাটিফিকেট জব্দ করা হয়। 

শুক্রবার রাতে র‌্যাব-১৪ সিপিসি-৩র কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র এবং চাকরি দেয়ার নামে টাকা আদান-প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩), একই উপজেলার নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে  আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮) এবং নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়নাল আবেদীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী প্রশাসনিক (শিশু কল্যাণ) কর্মরত।

র‌্যাব কমান্ডার কাওসার বাঁধন বলেন, বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুব গ্রেফতার করা হয়। মাহবুবকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। 
পরে বেল্লাল হোসেন তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আল আমিন এবং অপূর্ব ব্যানার্জীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের নামে শেরেবাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মামলা দায়ের করেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি