ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নিবাচন কীভাবে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কী হবে এবং প্রশাসনের ভূমিকা কী থাকবে তার পরিকল্পনা কী হবে তা নিয়ে আলাপ আলোচনা ও মতবিনিময় হয়েছে। আলোচনা ও মতবিনিময় সফল হয়েছে। তিনি বলেন,‘আমারা আশা করি ২৬ জুন যে নির্বাচন হবে তা হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে পারবেন।’

গাজীপুরের নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নির্বাচন সুষ্ঠু হবে-এই প্রত্যাশা ব্যক্ত করেছেন। গাজীপুরের প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে নির্বাচন সুষ্ঠু করার জন্য। প্রশাসনের কর্মকর্তারাও এ রকম অঙ্গীকার ব্যক্ত করেছে ।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি