ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

পায়েল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ২৭ জুলাই ২০১৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সন্দ্বীপের ছেলে সাইদুর রহমান পায়েলকে নিষ্ঠুরভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করা হয়। আজ শুক্রবার নগরীর প্রেস ক্লাবের সামনে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পায়েলের স্বজনসহ রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা অংশ নেন। বক্তারা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ, হানিফসহ সব পরিবহন সংস্থাকে সুষ্ঠু নীতিমালার আওতায় এনে যাত্রীসেবা নিশ্চিত করার দাবি জানান।  

সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পায়েলের বড় মামা কামরুজ্জামান চৌধুরী টিটু, মেজো মামা গোলাম সোহরাওয়ার্দী বিপ্লব, ছোট মামা বাহার চৌধুরী শিপন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সারওয়ার হাসান জামিল, সারোয়ার সুমন, মানবাধিকারকর্মী আমিনুল হক বাবু, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু ইউছুপ রিপন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমানা নাসরিন প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান শিবলু, প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সাংবাদিক এম শামসুল হুদা, চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ সরওয়ার শামিম প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সভাপতি মো. হেলাল উদ্দিন, রেডিও টু ডে’র সাংবাদিক মো. সালেহ নোমান, উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক রাশেদ মারফী, সন্দ্বীপ থানা ছাত্রলীগের সহ-সভাপতি জিকু।

এছাড়াও লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ, লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, সন্দ্বীপ জনকল্যাণ পরিষদ, ব্যান্ডিং ক্লাব হালিশহর, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়, হালিশহর আই-ব্লক বাসী, হালিশহর থানা ছাত্রলীগ, ইয়ূথ ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আলোকিত সংঘ, মগধরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, লিও ক্লাব অব চিটাগাং ইমার্জিন সন্দ্বীপ, সন্দ্বীপ স্টুডেন্ট এফিনিটি আইআইইউসি, সন্দ্বীপ ল’স্টুডেন্ট ফোরাম, সন্দ্বীপ কবি-লেখক ফোরাম, চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীসহ আরও অনেক সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য ২১ জুলাই রাতে হানিফ পরিবহনের বাসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ভাটেরচর সেতুর আগে বাস যানজটে পড়লে প্রস্রাবের জন্য চালককে বলে গাড়ি থেকে নামে পায়েল। সে ফেরার আগেই বাস সামনের দিকে এগিয়ে যায় এবং সেতুর ওপর উঠে দাঁড়ায়। পায়েল দৌড়ে এসে দরজার কাছে দাঁড়ালে চালক গাড়ির দরজা খুলতে সুইচ টিপ দেন। দরজা খোলার সময় ধাক্কা খেয়ে পায়েল নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে চালক, চালকের সহকারী ও সুপারভাইজার পায়েল মারা গেছে মনে করে তাকে ব্রিজ থেকে ফেলে দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। আসামীদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে এমন তথ্য জানা যায়।

এসি

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি