ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তান থেকে এখন আমরা এখন অনেক এগিয়ে: সালমান এফ রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পাকিস্তানকে এখন আমরা  আর প্রতিপক্ষ মনে করি না। পাকিস্তান থেকে আমরা এখন অনেক এগিয়ে। তারা এখন আমাদেরকে ফলো করে। কিছুদিন আগে পাকিস্তানের এক পার্লামেন্ট সদস্যের কথা তা প্রমাণিত হয়েছে। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

শনিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বেক্সিমকো ঢাকা জেলা ফুটবল লীগ ১৮ এর চূড়ান্ত খেলার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলায় ধামরাই ও সাভার উপজেলার মধ্যে অনুষ্ঠেয় খেলায় সাভার ২-১ গোলে জয়লাভ করে। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

তিনি বলেন, খুব শিগগিরই জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের বিগত  দুই মেয়াদে দেশের অনেক উন্নয়ন হয়েছে। অতীতে উন্নয়ন হতো শুধু ঢাকা কেন্দ্রীক। কিন্ত এখন গ্রামেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নের্তৃত্বের কারণে। ক্ষমতায় আসতে হলে আওয়ামী লীগের ভোটের পাশাপাশি নিরপেক্ষ ও বিএনপির ভোটও লাগবে। তাদের বুঝাতে হবে দেশে কি ধরনের উন্নয়ন হয়েছে। তাদের মন জয় করে ভোট নিতে হবে।

স্থানীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনতে হবে। দোহার নবাবগঞ্জে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দিতে হবে।

খেলায় ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়জ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহাম্মেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী, দোহার উপজেলার সহকারী  কমিশনার (ভূমি) সালমা খাতুনসহ আরও অনেকে।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি