ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দোহারে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত : ১৫:৩৭, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ার মেহবুব কবির ভবন’ নামে একটি নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এ ভবনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা। বিদ্যালয়ের এ ভবনটি সমাজসেবক প্রকৌশলী মেহবুব কবির এর অর্থায়নে ভবনটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দীন দরানী, বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ডা. আবুল কালামসহ প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের কোয়াব সদস্য সালাহউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য ইউনুছ বেপারী, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান সোহেল, সোলায়মান বেপারী, মহিলা সদস্য সাহিদা পারভীন, শিক্ষক প্রতিনিধি মো. সাইদুর রহমান, আঞ্জুমানারা বিথী, সাজিয়া আফরিন ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমূখ।

এমএস/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি