ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ৩০ আগস্ট ২০১৯

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দোলেনা খাতুন (৪০) নামে আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

দোলেনা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য শরিফুজ্জামান জানান, এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন দোলেনা। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেলে দোলেনা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর বিষয়টি জানেন না জানিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আবু শাহিন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূ দোলেনা খাতুন মারা গেছেন এ তথ্যটি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।

উল্লেখ্য, এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এর আগে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম (৩৫) ও কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে মাদরাসা ছাত্র আলমগীর গাজী (১৪) খুলনায় মারা যান।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি