ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪

নোয়াখালীতে মাদক ও জঙ্গিবাদবিরোধী সভা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৯

শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা সৃস্টির লক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৩০ সেপ্টেম্বর) সকালে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক,ছাত্রছাত্রী ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা  ইভটিজিং,নারী নির্যাতন ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা সৃস্টির লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন,‘মাদক,ইভটিজিং,নারী নির্যাতন ও জঙ্গিবাদ দেশ জাতির শত্রু। এসবের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। 
এ সময় নোয়াখালী সরকারি কলেজসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ মুক্ত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আল হেলাল মোহাম্মদ মোশাররফ হোসেন।বিশেষ অতিথি ছিলেন, সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন।
আই/কেআই
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি