ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাঁচ লাখ মূল্যের ভারতীয় চোরাই মোটরবাইক উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শার পাঁচভুলোট থেকে ভারতীয় চোরাই একটি মোটর সাইকেল (জ-১৫ মডেল ঠ-৩) উদ্ধার করেছে বিজিবি। ভারতীয় ইয়ামাহা কোম্পানির তৈরিকৃত মোটর সাইকেলটির আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। শনিবার রাত ১২টার দিকে পাঁচভুলোট গ্রামের জিল্লুর বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটর সাইকেলটি উদ্ধার করে বিজিবি সদস্যরা। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পাঁচভুলোট ক্যাম্প কোম্পানি কমাণ্ডার সুবেদার কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ভারতীয় মোটর সাইকেল চোরাই পথে নিয়ে এসে যশোরের দিকে পাচার করা হবে। পরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটি বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে। 

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি