ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

টাঙ্গাইল শহরে ১৪৪ ধারা, দ্বিতীয় দিনেও সতর্ক প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫০, ২২ নভেম্বর ২০১৯

টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় তিনদিন ব্যাপী ১৪৪ ধারার দ্বিতীয় দিন আজ শুক্রবার। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪৪ ধারা বহাল রাখা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ।

এদিন ভোর হতেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনও পরিস্থিতি মোকাবেলায় পুলিশসহ প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, একই স্থানে আওয়ামী লীগের দুইটি গ্রুপ সমাবেশ আহ্বান করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনদিন ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি