ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

নড়াইল প্রতিনিধি  

প্রকাশিত : ১২:৩২, ২৭ এপ্রিল ২০২০ | আপডেট: ১২:৫৮, ২৭ এপ্রিল ২০২০

নড়াইল’র মানচিত্র

নড়াইল’র মানচিত্র

নড়াইলে নতুন করে আরও ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। এ নিয়ে জেলায় ৭ চিকিৎসকসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে সৈয়দ সুজন (২৫) নামে এক যুবক সুস্থ হয়েছেন। বাকি আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে (সঙ্গ নিরোধ) আছেন।
 
নতুন করে আক্রান্তদের মধ্যে-নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ২ এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ১ জন চিকিৎসক রয়েছেন।
  
এদিকে রোববার নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) ও লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ জেলায় ৩ জন করোনা আক্রান্ত হন। তবে কালিয়া উপজেলা এখনও করোনামুক্ত আছে। জেলায় প্রথম করোনা রোগি শনাক্ত হয় লোহাগড়া উপজেলায়। 
 
জেলা প্রশাসক আনজুমান আরা জানান, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতনতার সঙ্গে মোকাবেলা করতে হবে। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি