ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

কুড়িগ্রামে গাছ চাপা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৯, ৬ মে ২০২০

ভেঙে পড়া সেই গাছ

ভেঙে পড়া সেই গাছ

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাছ চাপায় রফিকুল ইসলাম মোনা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে। 

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৬ মে) বিকালে প্রতিদিনের মতো মুরগীর খাঁচা তৈরীর সময় একটি গাছ হঠাৎ ভেঙে পড়ে। এতে মোনা গুরুত্বর আহত হন। তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

কাঁঠালবাড়ী ইউপি সদস্য রেদওয়ানুল হক দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি