ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে ১০ পোশাক শ্রমিক করোনাক্রান্ত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০, ৯ মে ২০২০ | আপডেট: ০৯:৫১, ৯ মে ২০২০

গাজীপুর’র মানচিত্র

গাজীপুর’র মানচিত্র

গাজীপুরে আরও তিন পোশাক কারখানার শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ১০ জন শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হলেন। আক্রান্ত শ্রমিকরা জেলার বিভিন্ন এলাকার সাতটি পোশাক কারখানায় কাজ করতেন। বর্তমানে তারা হাসপাতাল ও হোম আইসোলেশনে (সঙ্গনিরোধ) রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় আরও দুইজনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।  এনিয়ে জেলায় মোট ৩৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, ‘শুক্রবার পর্যন্ত গাজীপুরে সাত পোশাক কারখানার ১০ জন শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৬ এপ্রিল প্রথম জয়পুরহাট জেলার এক পোশাক শ্রমিক আক্রান্ত হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১ মে নওগাঁ জেলার এক শ্রমিককে টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে, ২ মে রংপুর জেলার একজন ও ৬ মে লালমনিরহাট জেলার এক শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আরও ৬ আক্রান্ত শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন।’

কারখানায় স্বাস্থ্যবিধি মানা প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কীনা তা তদারকিতে গোয়েন্দা ও পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এছাড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। তবে অনেক শ্রমিক নিজেরাই স্বাস্থ্যবিধি মানতে চান না।’

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি