ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ৯ মে ২০২০

গাজীপুর’র মানচিত্র

গাজীপুর’র মানচিত্র

Ekushey Television Ltd.

গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় পূর্ণ বেতনের দাবি এবং বহিরাগতদের হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আজ শনিবার সকালে লুইটেক্স ম্যানুফ্যাক্সারিং লি. নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। 

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের গত মাসের বেতনের ৬০ শতাংশ দেয়ার সিদ্ধান্তে শ্রমিকরা রাজি না হওয়ায় সন্ত্রাসী ভাড়া করে তাদের উপর হামলা চালানো হয়। এতে বশে কয়েকজন শ্রমিক আহত হন। 

কর্তৃপক্ষের কথা মতো কাজ করেছেন বলে তারা পূর্ন বেতন প্রাপ্ত হবেন এবং তা না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শ্রমিকরা। 

অপরদিকে কাশিমপুরের ডরিন গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে চেষ্টা করছে শিল্প পুলিশ।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি