ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ডলারের বিপরীতে আরও কমলো টাকার মান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ৮ আগস্ট ২০২২ | আপডেট: ২১:২৭, ৮ আগস্ট ২০২২

বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। 

কেন্দ্রীয় ব্যাংক সোমবার (৮ আগস্ট) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি মার্কিন ডলার ৯৫ টাকা দরে বিক্রি করেছে। যদিও রোববার এ দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৩০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “বাজারের চাহিদা অনুযায়ী বর্তমানে টাকা ও ডলার বিনিময় হার নির্ধারণ করা হয়ে থাকে। আজকের আন্তঃব্যাংক দাম নির্ধারিত হয়েছে ৯৫ টাকা।”

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সংকট কাটাতে সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ১৩৯ মিলিয়ন বা প্রায় ১৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ডলার বিক্রির পর বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৯ দশ‌মিক ৫৬ বিলিয়ন ডলা‌রে।

এদিকে, খোলাবাজারে ডলার সংকট আরও তীব্র হয়েছে। এতে সোমবারও চড়া দামে ডলার বিক্রি হয়েছে। খোলাবাজারে ১১৫ টাকা পেরিয়ে গেছে। এর আগে কখনও একদিনে ডলারের দর এত বাড়েনি।

অপরদিকে, চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে করদাতাদের বিদেশে থাকা অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা আয়কর রিটার্নে প্রদর্শনের যে সুযোগ দেওয়া হয়েছে, তা ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদেশে থাকা অপ্রদর্শিত অর্থ আয়কর রিটার্নে প্রদর্শনের সুযোগ বা অফশোর ট্যাপ অ্যামনেস্টি বিধান সংক্রান্ত বিধিবিধান শাখা পর্যায়ে বিজ্ঞপ্তি আকারে প্রদর্শন করতে হবে। পাশাপাশি গ্রাহকদের মধ্যে বহুল প্রচারের ব্যবস্থা করতে হবে।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি