ঢাকা, সোমবার   ২৭ মে ২০২৪

মির্জা সালমান আইসিএ প্রেসিডেন্ট নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ২৪ অক্টোবর ২০১৭

এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের (আইসিএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই প্রথম বাংলাদেশের দেশের কোনো স্পিনার/বায়ার আইসিএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। সিঙ্গাপুরে গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এই পদে মনোনীত করা হয়।  

‘আইসিএ’ বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কটন ব্যাবসা, লেনদেন ও নিয়ন্ত্রণ সংস্থা। ১৮৪১ সালে যুক্তরাজ্যের লিভারপুলে একদল তুলা ব্যবসায়ীর মাধ্যমে কাঁচা তুলা ক্রয়বিক্রয়ের জন্য নিয়মনীতি প্রণয়নের উদ্দেশ্যে আইসিএ গঠন করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে বিশ্বের শতকরা ৯০ ভাগ তুলার লেনদেন আইসিএ-র নিয়মনীতি অনুসারে হয়ে থাকে। বর্তমানে আইসিএ-তে বিশ্বের সব প্রান্ত থেকে আগত প্রায় সব সাপ্লাই চেইনকে প্রতিনিধিত্ব করা ৫৫০ জন সদস্য রয়েছেন।

আইসিএ একটি অলাভজনক প্রতিষ্ঠান। কটন ট্রেডের সঙ্গে সম্পর্কিত নিয়মনীতি প্রণয়নের বাইরেও আইসিএ-র বেশকিছু সার্ভিস রয়েছে। যেমন- আরবিট্রেশন (সালিশী), প্রশিক্ষণ, ট্রেড ও নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন এবং পাশাপাশি আইসিএ ব্রেমেন-এর মাধ্যমে কটন টেস্টিং ও গবেষণা।

সংবাদ বিজ্ঞপ্তি।

/ এআর /


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি