ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফ্ল্যাট ঋণের সুদহার ৫ শতাংশের সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ২৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:২৬, ২৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফ্ল্যাট কেনার জন্য নেওয়া ঋণের সুদের হার ৫ শতাংশে কমিয়ে আনা এবং বিদ্যমান ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি কমানোর আহবান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআই। একইসাথে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নেওয়া ঋণ পরিশোধের মেয়াদকাল সর্বনিম্ন ১০ বছর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়।

মঙ্গলবার রাজধানীর ফেডারেশন ভবনে এফবিসিসিআই রিলেটিং টু মিনিস্ট্রি অব হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস স্ট্যান্ডিং কমিটির সভায় ব্যবসায়ীরা এই আহবান জানান।

কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ রাশেদুল হোসেন চৌধুরী রনিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীরা আবাসন খাতের সমস্যা নিরসনে নির্মাণ সামগ্রী যেমন-রড, ইট, বালু ইত্যাদির দাম সহনশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশের আবাসন খাতে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি বিদ্যমান ১২ শতাংশ থেকে কমিয়ে ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেন।

সভায় এ কমিটির পক্ষ থেকে এফবিসিসিআইতে ‘আবাসন মেলা’ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি