ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রায় ছয় বছর পর বিজিএমইএতে ভোট (ভিডিও)

প্রকাশিত : ১৭:০৩, ৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনে সকাল আটটায় ভোট শুরু হয়। কোন বিরতি ছাড়া চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে দুটি জোটের প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রায় ছয় বছর পর সরাসরি ভোট হচ্ছে বিজিএমইএতে। প্রতিদ্বন্দ্বতা করেছে বড় দুই জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম সমঝোতার মাধ্যমে এক প্যানেলে আর স্বাধীনতা পরিষদ খন্ডিত প্যানেল প্রতিদ্বন্দিতা করছে।

সকাল থেকেই বিজিএমইএ চত্তর হয়ে উঠে উৎসব মুখর। ৩৫টি পরিচালক পদের এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ব্যালটযুদ্ধ চলছে ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদে ।

সম্মিলিত পরিষদের নেতা রুবানা হক ভোটের পরিবেশে সন্তুষ্ট। তবে অভিযোগ করলেন  স্বাধীনতা পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম ।

সম্মিলিত পরিষদ নেতা বলছেন, এজেন্ট রাখা না রাখার এখতিয়ার নির্বাচন কমিশনের।

২৬ পরিচালক পদে লড়ছেন দুই প্যানেলের ৪৪ প্রার্থী। ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৬।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি