ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বাণিজ্যমেলায় বিসিক প্যাভিলিয়নে উপচে পড়া ভীড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিসিক প্যাভিলিয়নে ক্রেতা সাধারণের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সেই সাথে ক্ষুদ্র , কুটির ও মাঝারী শিল্পের উদ্যোক্তাগণ সন্তোষজনক পণ্য বিক্রি করতে পেরেছেন বলে বিসিক জনসংযোগ শাখাকে জানিয়েছেন। ২ ফেব্রুয়ারী ২০২০ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিসিক প্যাভিলিয়নে ঘুরে এ চিত্র দেখা যায়।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বিসিক প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। এসময় বিসিক চেয়ারম্যান উদ্যোক্তাগণকে এসময় বিভিন্ন পরামর্শ প্রদান করেন। বিসিক বিপণন বিভাগের মহাব্যবস্থাপক জেসমিন নাহার এসময় উপস্থিত ছিলেন।

বিসিকের পক্ষ থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারী শিল্পের উদ্যোক্তাগণকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানান বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

বিসিক চেয়ারম্যান উদ্যোক্তাগণকে আশ্বস্ত করে বলেন, আগামী বছর ইনশা আল্লাহ বর্তমান প্যাভিলিয়নের চেয়ে দ্বিগুণ পরিসরে প্যাভিলিয়ন করবে বিসিক। পিপলস ফুটওয়ার এন্ড লেদারগুডস এর কর্ণধার ও পরিচালক রেজবিন হাফিজ বিসিক জনসংযোগ শাখাকে বলেন, বিসিক প্যাভিলিয়নে স্টল বরাদ্দ নেওয়ার কারণে এবারের মেলায় ক্রেতা সাধারণের ব্যাপক সাড়া পাচ্ছি। মেলায় আমার কারখানায় উৎপাদিত চামড়াজাত পণ্য ভাল বিক্রি হচ্ছে।

টুইনকল বুটিক হাউজের স্বত্তাধিকারী মরিয়ম নারগিস বিসিক জনসংযোগ শাখাকে জানান যে বিক্রি গতবারের তুলনায় ভাল। তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আরো কিছুদিন বাড়ানোর দাবি জানিয়ে বলেন, মেলা আরো কয়েকটা দিন বর্ধিত করলে আমাদের পণ্য বিক্রি আরো বাড়তো।

আধুনিকা শাড়ী ও থ্রি পিসের কর্ণধার প্রণিতা সরকার বিসিক জনসংযোগ শাখাকে বলেন, এবারের মেলায় বিসিক প্যাভিয়নে তাদের স্টল থেকে সবচেয়ে বেশি জামদানি বিক্রি হয়েছে। মেলায় বিসিকের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত মতি মধুর পরিচালক মো. পাভেল হোসেন বিসিক জনসংযোগ শাখাকে বলেন, এবারের মেলায় বিসিক প্যাভিলিয়ন থেকে মধু বিক্রি সন্তোষজনক।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি