ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ডিজিটাল মেলা ২০২০ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ডিজিটাল ব্যাংকিং জনপ্রিয় করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও এন আর বি গ্লোবাল ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে ডিজিটাল ব্যাংকিং মেলা ২৯ ফেব্রুয়ারি শনিবার চিটাগাং ক্লাব, চট্টগ্রামে উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও  মো. মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দীন আজাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সালেহ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. নাইয়ার আজম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এসটিএম আবু নাসের, এন আর বি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শামসুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ ও মিফতাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নেয়ামত উল্লাহ এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল কবির। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি এ কে এম মহিউদ্দীন আজাদ বক্তব্যে ব্যাংকিং কার্যক্রমে অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল বা এডিসি’র গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগী এই মেলার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভূক্তির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। 

সভাপতির বক্তব্যে মো. মাহবুব-উল-আলম ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস ও সার্ভিসসমূহ ব্যবহার করে ঘরে বসে সহজেই হিসাব খোলাসহ আধুনিক ব্যাংকিং সেবার সকল সুযোগ গ্রহণ করার আহবান জানান এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য ইসলামী ব্যাংকসমূহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

কেআই/আরকে 
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি