ঢাকা, শনিবার   ২৮ জুন ২০২৫

ইসলামী ব্যাংকের মুজিব বর্ষ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ ২০২০, বুধবার সকাল ১০ টায় রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মুজিব বর্ষের টি-শার্ট ও প্ল্যাকার্ড ধারণ করে ১০ মিনিট অবস্থান করা হয়। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচী শেষে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। প্রধান কার্যালয় ছাড়াও রাজধানী সহ সারা দেশে ব্যাংকের শাখাসহমূহের সামনে কর্মকর্তা-কর্মচারিরা এ কর্মসূচী পালন করে ও কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করা হয়।    

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি