ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

অর্থনৈতিক করিডোর বৃদ্ধির তাগিদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২০

বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন ব্যবসার অবাধ পরিবেশ। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং বিনিয়োগের ক্ষেত্রে বিধি-নিষেধ কম থাকলে বহুমুখি হবে ব্যবসায়িক কর্মকাণ্ড। করোনা পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এমন মত উঠে আসে।

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ওয়েবিনারের আয়োজন করে ইকনোমিক ডেভলপমেন্ট রিসার্চ অরগানাইজেশন এড্রো।

এ আয়োজনের আলোচনায় উঠে আসে বিদেশি বিনিয়োগে নানা প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার কথা। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক করিডোর সুবিধা বাড়ানোসহ তাগিদ আসে বিনিয়োগের বহুমূখী ক্ষেত্র তৈরিরও।

সম্ভাবনা বাস্তবে রূপ দিতে, নীতি নির্ধারকদের সদিচ্ছার প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থনীতিবিদরা।

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে যে পলিসি রিজুইম, বর্তমান যে কোয়ালিটি অব গর্ভনেন্স, বর্তমান যে ট্যাক্স পলিসি, বিভিন্ন রাজনৈতিক সরকারের বিভিন্ন জায়গায় দুর্বলতা, সেই দুর্বলতাগুলো সমাজে প্রকাশ পাচ্ছে সেগুলোকে অপরিবর্তিত রেখে আমরা কিন্তু সেখানে যেতে পারবো না।

অর্থনৈতিক সংকট কিংবা দারিদ্র দূর করতে এফডিআইকে সম্ভাবনার দিগন্ত বলেও মনে করেন আলোচকরা।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি