ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

রাগবি ফেডারেশনকে আর্থিক সহায়তা দিয়েছে এফএসআইবিএল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০১, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

অষ্টম স্কুল রাগবি প্রতিযোগিতায় বাংলাদেশ রাগবি ফেডারেশনকে আর্থিক সহায়তা দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাদা বসুনিয়া জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনে উন্নয়নে পাশে থাকবে প্রতিষ্ঠানটি। আগামী ২৪ মে থেকে শুরু হবে স্কুল রাগবি প্রতিযোগিতা। ২৬ তারিখে চূড়ান্ত প্রতিযোগিতা হবে। এতে অংশ নেবে সাভার ও নারায়নগঞ্জসহ ঢাকার ১২ টি স্কুলের খেলোয়াড়রা। আয়োজক বাংলাদেশ রাগবি ফেডারেশনকে প্রতিযোগিতার জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে রাগবি ফেডারেশনের সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি