ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

এসআইবিএল-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২১ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন- ২০২১ সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক ও পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: কামাল উদ্দিন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক এবং মোঃ সামছুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, চীফ রিস্ক অফিসার মুহাম্মদ মিজানুল কবির, বিভাগীয় প্রধানগণ,ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ১৬৮টি শাখার ম্যানেজার ও অপারেশন ম্যানেজার এবং ৬৩টি উপশাখার ইনচার্জ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি