ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

‘স্টুডেন্টস্ সাপোর্ট লোন’ চালু করেছে ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

অর্থ সংকটের কারণে যেসব শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বাধাগ্রস্ত হন, সেসব শিক্ষার্থীদের জন্য অনার্স ও মাস্টার্স পর্যায়ে ‘স্টুডেন্টস্ সাপোর্ট লোন’ (এসএসএল) চালু করেছে ব্যাংক এশিয়া। এ উপলক্ষ্যে গত ১৩ এপ্রিল ২০২১, ব্যাংক এশিয়া এবং নদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এবং ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি