ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

দেশ সেরা এজেন্সির স্বীকৃতি পেল রাজশাহীর চঞ্চল এজেন্সি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ০১:২০, ১১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দেশব্যাপী মেটলাইফ বাংলাদেশ এর ২৩০-র অধিক এজেন্সির মধ্যে সেরা এজেন্সির স্থান অধিকার করেছে রাজশাহীর চঞ্চল এজেন্সি। ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত পর পর তিনবার ̒এজেন্সি অফ দ্যা ইয়ার ̓ হওয়ার গৌরব অর্জন করলো রাজশাহীতে মেটলাইফ এর চঞ্চল এজেন্সি। ব্র্যাঞ্চ ম্যানেজার চঞ্চল মাহমুদ এর নেতৃত্বে তাঁর ব্র্যাঞ্চের ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন করেছেন।   
  
রাজশাহীর জনগণকে জীবন বিমা-র প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলা, সেরা গ্রাহকসেবা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা কাজের মাধ্যমে ২০২১ সালে বাংলাদেশের সব ব্র্যাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য অর্জনের মাধ্যমে চঞ্চল এজেন্সি লাভ করেছে ’এজেন্সি অফ দ্যা ইয়ার ২০২১ ̓ স্বীকৃতি। 
 
সম্প্রতি এই স্বীকৃতির আয়োজনে ব্র্যাঞ্চ ম্যানেজার চঞ্চল মাহমুদ-এর হাতে ট্রফি তুলে দেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী, আলা আহমদ, এফসিএ; চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মোঃ জাফর সাদেক চৌধুরী; চিফ এজেন্সি অফিসার, নাফিস আক্তার আহমদ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি