ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘নীলিমা’ নামে বিশেষ সেবা চালু করলো ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক নারী দিবসে নারী উদ্যোক্তাদের জন্য ‘নীলিমা’ নামে একটি বিশেষ সেবা চালু করেছে ব্যাংক এশিয়া। 

এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‌্যাংগস্ গ্রুপ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন জাকিয়া রউফ চৌধুরী। ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালক তানিয়া নুসরাত জামান এবং ভয়েস ব্রীজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আরা খানম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘নীলিমা’ হলো একটি প্ল্যাটফর্ম যার অধীনে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ এবং ঋণ সুবিধা প্রদান করা হয়। স্বল্প সুদে চলতি মূলধন যোগান এবং ব্যবসা সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ প্রদান নীলিমা’র আওতাভূক্ত। এর অধীনে সময়মমতো ঋণ পরিশোধে নারী উদ্যোক্তারা প্রণোদনাপ্রাপ্ত হবেন। 

দেশব্যাপী ব্যাংকের ১২৯টি শাখা এবং ৫,০০০ এর বেশি এজেন্ট পয়েন্টে সম্প্রসারিত নেটওয়ার্কে নারী উদ্যোক্তারা ‘নীলিমা’-এর সেবা পাবেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি