ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু অলিম্পিয়াডের উদ্বোধনী এবং প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১ আগস্ট ২০২২ | আপডেট: ১৬:৪১, ১ আগস্ট ২০২২

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও শিক্ষাঙ্গন ডটকম, স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ভিত্তিক একাডেমিক গেমস “বঙ্গবন্ধু অলিম্পিয়াড” প্রচারের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। “বঙ্গবন্ধু অলিম্পিয়াড” এবং প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রিয়াজুল করিম এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,  দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড; অধ্যাপক ডঃ সাজ্জাদ হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ; মো. আলতাফ হোসেন, প্রোজেক্ট ডিরেক্টর, IDEA প্রোজেক্ট; মোঃ আবুল বাশার, নির্বাহী পরিচালক, ফিনান্সিয়াল ইনক্লিউশন বিভাগ, বাংলাদেশ ব্যাংক। এছাড়াও শিক্ষাঙ্গন ডটকম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল ইসলাম চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

“বঙ্গবন্ধু অলিম্পিয়াড”-এর গেমসের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা প্রতিটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট অর্জন করবে এবং ই-কমার্স প্ল্যাটফর্ম, মোনার্ক মার্ট থেকে উপহারের সাথে পয়েন্ট রিডিম করবে। চুক্তির অধীনে, শিক্ষার্থীদের উপহার এবং ডিসকাউন্ট ভাউচারের জন্য পয়েন্ট রিডিম করতে "প্রিমিয়ার ব্যাংক"-এ একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি