ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

‘যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তিময় পৃথিবী গড়ে তুলুন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ১০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক রোটারী প্রেসিডেন্ট জেনিফার জোনস যুদ্ধ বিঘ্রহ বন্ধ করে শান্তিময় পৃথিবী গড়ে তোলার আহবান জানিয়েছেন। রোটারী ইন্টারন্যাশনালের প্রথম মহিলা প্রেসিডেন্ট জেনিফার গতকাল মঙ্গলবার ঢাকার শের-ই-বাংলা নগরস্থ বিআইসিসি মিলনায়তনে অনুষ্ঠিত রোটারীর এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহবান জানান। তিনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।

পিপি সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিয্দ্ধু মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রোটারী বাংলাদেশ জেলা-৩২৮১ এর গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, সাবেক গভর্নর ড. মীর আনিসুজ্জামান, খায়রুল আলম, গর্ভনর (নির্বাচিত) আশরাফুজ্জামান নান্নু, গভর্নর (নমিনী) ইবরাহীম খলিল আল জায়েদ পিনাক, জেলা সেক্রেটারী আরিফ জেবটিক, শাহেদ সিদ্দিক প্রমুখ। বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সংসদ সদস্যবৃন্দ এবং সারাদেশ থেকে আগত রোটারি নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

রোটারী প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যত বংশধরদের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। যুদ্ধ বিঘ্রহ এবং সংঘাতের ফলে বিশ্বের বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দূর্ভিক্ষে বিশে^র বিভিন্ন অঞ্চলে মানুষ মারা যাচ্ছে। এই অবস্থার অবসান হওয়া উচিত।

জেনিফার জোনস বলেন, সারা বিশে^র ১৩ লাখ রোটারীয়ান এবং ২ কোটি স্বেচ্ছাসেবী আর্ত মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বিশে^র বৃহত্তম রোটারী জেলা বাংলাদেশ রোটারীর সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সেবামূলক কর্মকান্ড আরো জোরদার করার আহবান জানান।

জেনিফার জোনস তিন দিনের বাংলাদেশ সফর কালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেন এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিশেষ মেডিকেল ইউনিট পরিদর্শন করেন। এটি সাধারন রোগীদের জন্য রোটারী কর্তৃক নির্মিত হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি