ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

স্বপ্ন এখন রাজধানীর রায়েরবাগে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রিটেইল চেইন শপ স্বপ্ন এখন রাজধানীর রায়েরবাগ এলকায়। সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. আলহ্বাজ মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, কমিশনার কমিশনার ৬৫ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সিটি কর্পোরেশনের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল হাসান।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মোহাম্মদ দিদারুল আলম দিদার সদস্য এবং ইনভেস্টর মামুন, স্বপ্ন’র হেড অব এক্সপ্যানশন মো. সামসুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩ টি জেলায়। রায়েরবাগে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি