ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

স্মার্ট অ্যাপের নতুন ভার্সন চালু করলো ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ২০ জুলাই ২০২৩

নতুন নতুন সেবা সংযুক্ত করে স্মার্ট অ্যাপের নতুন ভার্সন চালু করেছে ব্যাংক এশিয়া, যা গ্রাহকদের জন্য অধিকতর সহজ, নিরাপদ ও অত্যাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ব্যাংক এশিয়া টাওয়ারে স্মার্ট অ্যাপের নতুন ভার্সন উদ্বোধন করেন ব্যাংকের
প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. ইকবাল
হোছাইন ও জনাব আলমগীর হোসেন, কোম্পানি সেক্রেটারি জনাব এস. এম. আনিসুজ্জামান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

স্মার্ট অ্যাপের নতুন ভার্সনে গ্রাহক খুব সহজে সাইন আপ করে ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল প্রদান, এমএফএস ফান্ড ট্রান্সফার, সরকারী ফি প্রদান, ই-কমার্র্স পেমেন্ট এবং কিউআর পে সহ নতুন নতুন ব্যাংকিং সেবাসমূহ উপভোগ করতে পারবেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি