ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৬৩ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ০৮:৪৭, ৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে শতকরা হিসেবে শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। আগস্টের ১২ দশমিক ৫৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে শূন্য দশমিক ১৭ পয়েন্ট কমে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ।

আগেস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।

এই সময়ে গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি