ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পেঁয়াজের উত্তাপ কমতে শুরু করেছে রাজধানীর বাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পেঁয়াজের উত্তাপ কমতে শুরু করেছে রাজধানীর বাজারে। প্রকারভেদে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা দরে। নতুন চাল আসায় কমছে দাম। তবে সব ধরনের মুরগী কেজিতে ২০-৩০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। 

প্রতিবেশী দেশের রপ্তানি বন্ধ করার ঘোষণায় দেশে একরাতে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিলো পেঁয়াজের দাম। 

সরকারের দ্রুত পদক্ষেপের কারণে পেঁয়াজের বাজারে ফিরছে স্বস্তি। কমতে শুরু করেছে দাম 

ক্রেতারা বলছেন, সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

এ সপ্তাহে সব ধরনের মুরগীর দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। তবে, গরু ও খাশির মাংশ সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। মাছের দাম কিছুটা উর্ধ্বমুখী। 

পর্যাপ্ত সরবরাহ থাকায় শীতের সবজী মিলছে সহনীয় দামে। 

বাজারে নতুন চাল আসায় দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান বিক্রেতারা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি