ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রমজানে অনেক পণ্যে স্বপ্ন’র বিশেষ ছাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৮ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

রমজান মাস শুরুর আগেই বাজারে ভোগ্যপণ্যের দাম বাজারে বাড়তে শুরু করেছে। তবে প্রতি সপ্তাহে সুপারশপ ‘স্বপ্ন’ বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে ক্রেতাদের কেনার সুবিধা দিচ্ছে। এছাড়া রমজানের প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়। 

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ৮ থেকে ৯ মার্চ বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন’র আউটলেটগুলো থেকে গ্রাহকরা কিনতে পারবেন।

বিশেষ ছাড়ের পণ্যগুলোর মধ্যে রয়েছে- ছোলা, খোলা চিনি, দেশী পিয়াঁজ, নতুন আলু,ডিম, গরুর মাংস, গলদা চিংড়ি, রুই মাছ, মিনিকেট প্রিমিয়াম চাল, নাজিরশাল প্রিমিয়াম চাল, পুষ্টি সয়াবিন তেল, এসিআই অ্যারোমা /পুষ্টি চিনিগুড়া চাল, এসিআই লবণ, মসুর ডাল (আমদানী), ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা, ট্যাং পাউডার, রাধুনী হালিম মিক্স, এসিআই পিউর চিক বেসন।

এসব পণ্যে ৩ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে ২০, ৫০, ৬০, ৭০ ও সর্বোচ্চ ৮৭ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

এছাড়া মুড়ি, চিড়া, মসলা, বেবী ডায়পারসহ নানা পণ্যে থাকবে ছাড়। 

একটি পরিবারের ঘরের মাসের বাজারে ‘স্বপ্ন’ সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি