ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যানজটে আটকে পরা মানুষের জন্য ফ্রি পানি সেবা স্বপ্ন’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৫ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীতে তীব্র যানজট যেন নিত্যদিনের সঙ্গী। রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষের একটু স্বস্তি দিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশান-১, কাকলি, বিজয় সরনি, কারওয়ান বাজার মোড়সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার রাস্তায় ইফতারের সময় আটকে পড়া মানুষের মধ্যে ফ্রি পানি বিতরণ করেছে স্বপ্ন।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, ইট-পাথরের এ শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।  মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছে সুপারশপ 'স্বপ্ন'

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি