ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেরা ব্র্যান্ড লিডারশিপের স্বীকৃতি পেলো লাফার্জহোলসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২০:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিএমও এশিয়ার সেরা ব্র্যান্ড লিডারশিপের স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরষ্কৃত করা হয় সিএমও এশিয়ার পক্ষ থেকে। লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা, মার্কেটিং এবং কমর্শিয়াল ট্রান্সফরমেশন ডিরেক্টর এম আসিফ ভূঁইঞা এবং হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ নাঈমুল আবেদীন কোম্পানির পক্ষে এই স্বীকৃতি গ্রহন করেন।

প্রতি বছর প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড ও মার্কেটিং এ অনন্য অবদানের জন্য এই স্বীকৃতি দিয়ে থাকে সিএমও এশিয়া।

বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি প্রদান করলেও ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড এর স্বীকৃতি লাভ করায় লাফার্জহোলসিম বাংলাদেশের সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কোম্পানির সিইও রাজেশ সুরানা কেননা এই ক্যাটাগরিতে স্বীকৃতি পাওয়া অনেক বেশি সম্মানের। ব্যবসায় কোম্পানির অবদান, অর্জন, ভিতরে এবং বাইরে বিশ্বাসযোগ্যতা প্রতিটি মাপকাঠিতে সেরা প্রমানিত হলেই মিলে এই স্বীকৃতি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি