ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

অনলাইনে সেবা চালু বিডা ও বেজার

প্রকাশিত : ১২:১৮, ৪ মার্চ ২০১৯

সহজে ব্যবসা পরিচালনার জন্য বিনিয়োগকারীদের কম সময়ে সব ধরনের সেবা প্রদান নিশ্চিত করতে অনলাইন সেবা চালু করলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)।

রোববার থেকে অনলাইনে ২০ ধরনের সেবা দেওয়া শুরু করেছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষও (বেজা) অনলাইনে ১১টি সেবা চালু করেছে।

সহজে ব্যবসা পরিচালনার জন্য বিনিয়োগকারীদের কম সময়ে সেবা দেওয়া নিশ্চিত করার এ কার্যক্রম চলতি মাসে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে। এর আগে আরও অনেকগুলো সেবা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এ সংস্থা দুটি।

এ সেবাকেন্দ্র চালুর মাধ্যমে ব্যবসায়ী উদ্যোক্তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এখন অতিদ্রুত বেশ কয়েকটি সেবা পাচ্ছেন ব্যবসায়ীরা। চলতি বছরের মধ্যে আরও অনেকগুলো সেবা এক স্থান থেকে দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে সরকারের চার সংস্থা। বেজা ও বিডা ছাড়াও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এ জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।


সেবাগুলোর মধ্যে রয়েছে নতুন ভিসার সুপারিশ, ভিসা সংশোধনের সুপারিশ, ভিসা অন অ্যারাইভাল দেওয়া, নতুন ওয়ার্ক পারমিট দেওয়া ও বাতিল করা, ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো, নতুন অফিসের অনুমোদন, অফিসের অনুমোদন সম্প্রসারণ, বাতিল ও সংশোধন করা, নতুন প্রকল্প অনুমোদন, নতুন রেমিটেন্স সেবা ও পেমেন্ট গেটওয়ে সুবিধা।


টিআর/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি