ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১২:১৬, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯’ লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।

গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপির নিকট থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম এ পুরষ্কার গ্রহণ করেন।

এ সময় সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি