ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৭ মার্চ ঢাকায় শুরু হচ্ছে থাই বাণিজ্য মেলা

প্রকাশিত : ১৩:৫৫, ২৪ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:০৮, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আগামী ২৭ মার্চ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে শুরু হচ্ছে ১৮তম থাই বাণিজ্য মেলা। আজ রোববার সোনারগাঁও হোটেলে থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর সোয়েবসাক ডেংবুনরুয়েং এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সোয়েবসাক ডেংবুনরুয়েং সংবাদ সম্মেলনে জানান, ২৭ মার্চ সকাল ১১টায় সোনারগাঁও হোটেলের বলরুমে থাই ট্রেড ফেয়ার শুরু হবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। পরবর্তীতে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ‘টপ থাই ব্রান্ডস’ শীর্ষক এই মেলার আয়োজন করছে। বাণিজ্য মেলার পাশাপাশি একই সঙ্গে থাই খাদ্য উৎসবও অনুণ্ঠিত হবে। ২৭ মার্চ সকালে এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।

এবারের মেলায় মোট ৭৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। এরমধ্যে ৬০টি প্রতিষ্ঠান থাইল্যান্ডের এবং বাকী ১৭টি প্রতিষ্ঠান বাংলাদেশের। বাংলাদেশী প্রতিষ্ঠান সমুহ থাইল্যান্ড থেকে পণ্য আমদানি করছে বা তাদের এদেশে থাই পণ্যের এজেন্সিশিপ রয়েছে। মেলায় প্রদর্শিত হতে যাওয়া পণ্য ও সেবা সমুহ হলো-স্বাস্থ্য সেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালী পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য, টেক্সটাইল এবং ফেব্রিকস, অন্তর্বাস, হ্যান্ডব্যাগ, অলংকার, কনফেকশনারি, সজ্জা সংক্রান্ত পণ্য এবং শিশু পণ্য।

এক প্রশ্নের জবাবে সোয়েবসাক ডেংবুনরুয়েং জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যেই এবারের মেলায় গুরুত্ব দেয়া হচ্ছে। তবে বাণিজ্য বৃদ্ধি না পেলেও থাইল্যান্ডে মেডিক্যাল ট্যুরিজম বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে থাইল্যান্ডে চিকিৎসা খরচ অনেক কম এবং নির্ভরযোগ্য।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি