ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঈদের আর মাত্র পাঁচদিন বাকি। এরই মধ্যে দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম। এ নিয়ে গত চার সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তিন দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম।

এবার সব ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় দেড় হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট মানের স্বর্ণ কিনতে এখন দিতে হবে ভরিপ্রতি ৫৪ হাজার ৫২৯ টাকা। ২১ ক্যারেট মানের স্বর্ণের দর দাঁড়ালো ৫২ হাজার ১৯৬ টাকা।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ মঙ্গলবার থেকেই বাজারে নতুন দর কার্যকর হবে।

এর আগে গত ২৪ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। ওইদিন থেকে প্রতিভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ ৫৩ হাজার ২৬ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ৫১ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ৪৬ হাজার ১৪ টাকা ও সনাতনী স্বর্ণ ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেট মানের স্বর্ণের দর ধরা হয়েছে ৪৭ হাজার ১৮০ টাকা। এর আগের কয়েক দফায় সনাতনী স্বর্ণের দর ২৬ হাজার ৮২৭ টাকায় অপরিবর্তিত রাখা হলেও এবার বাড়ানো হয়েছে এক হাজার টাকা। তবে এবারও রূপার দর বাড়ানো হয়নি, বিক্রি হবে আগের মতো ভরিপ্রতি ৯৩৩ টাকায়।

দর বাড়ানোর কারণ হিসেবে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত এক দশকের মধ্যে এখন সর্বোচ্চ। এ ছাড়া দেশি বুলিয়ন বাজারেও দর বেড়েছে। এ দুই কারণে সার্বিক বিবেচনায় দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি