ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোটের দিন ব্যাংক বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট এলাকায় সব বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ ও ‘আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ’ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পৃথক দু’টি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এ পরিপ্রেক্ষিতে কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার জন্য সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার তফসিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে। একইভাবে শনিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি