ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে  অবস্থান করছে ৪ হাজার ৪৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩৩ কোটি ২৮ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে  ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হল- লাফার্জ হোলসিম বাংলাদেশ, গোল্ডেন হারভেস্ট, বিবিএস ক্যাবলস, বিএসসি, এডিএন টেলিকম, কপারটেক ইন্ডাঃ, এসএসস্টিল, নরদার্ন জুট, ওয়াটা কেমিক্যালস ও কেপিসিএল। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- এপেক্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্সুরেন্স, অ্যাম্বী ফার্মা, প্যারামাউন্ট ইন্সুঃ, নরদার্ন জুট, লিগেসী ফুটওয়্যার, ইস্টার্ন কেবলস, দেশ গার্মেন্ট, সমতা লেদার ও জেমীনি সী ফুড।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- বিআইএফসি, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, জাহিন টেক্সটাইল, তুংহাই নিটিং, এক্সিম ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিঃ ফাঃ, লাফার্জ হোলসিম বাংলাদেশ, নূরানী ডাইং ও বেঙ্গল উইন্ডসোর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৮৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি