ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফির শুরুতে এফএসআইবিএল’র জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

১৫ ফেব্রুয়ারি তারিখে মিরপুরের সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি-২০২০ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ১৮ রানে হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

শুরুতে ব্যাট করতে নেমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিপিন কান্তি শীল অপরাজিত ৯৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ দেন। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি